বাগেরহাট প্রতিনিধি: ১৩ জন জেলেসহ সুন্দরবন উপকূলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে এফবি রাজা-১ নামে একটি ফিশিং ট্রলার। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা। ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে সুন্দরবনে নিয়ে আসা হয়েছে। তবে ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া ট্রলারের মালিক পিরোজপুর সদরের রাজা শেখ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার থেকে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর অশান্ত হয়ে উঠেছে। প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে মঙ্গলবার সকাল থেকেই ফিশিং ট্রলারগুলো সাগর ছেড়ে কূলে ফিরতে শুরু করে। এই অবস্থার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ১৩জন জেলেসহ সুন্দরবন উপকূলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে সাগরে এফবি রাজা-১ নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে পার্শ্ববর্তী আরেকটি ট্রলারের মাধ্যমে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলে আনা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক পিরোজপুর সদরের রাজা শেখ।
বাগেরহাটের শরণখোলার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বৈরী আবহাওয়ায় আবারও ইলিশ আহরণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। সব ট্রলার সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। উপকূলে ফেরার সময় বিভিন্ন এলাকার আরো কয়েকটি ট্রলার ডুবির খবর শুনেছি। কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দফায় দফায় দুর্যোগে পড়ে শরণখোলাসহ পাশ^বর্তী এলাকার ট্রলার মালিকের বেশির ভাগই লোকসানে রয়েছে।