শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। উভয়পক্ষের ২০ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সব্দালপুর ইউনিয়নের দুর্গাপুর, নোহাটা ও সব্দালপুর তিন গ্রামে বিচ্ছিন্ন ভাবে হামলার ঘটনা ঘটে। আহতরা মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শাহরিয়ার সোহানের মামলায় সব্দালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাব্বির হোসেনের নাম থাকায় তিনি তার দলবল নিয়ে বিএনপির ইউপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সমর্থকদের উপর এ হামলা করেন বলে অভিযোগে উঠেছে। হামলার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী টহলে রয়েছে।
মাগুরা সদর হাসাপাতালে চিকিৎসাধীন আহত রেজাউল ইসলাম অভিযোগ করে বলেন, ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত হয় শ্রীপুরের শাহরিয়ার সোহান। তার ঘটনায় একটি মামলা হয় শ্রীপুরে। সেই মামলায় অনেকের নামের সাথে সব্দালপুর ইউনিয়নের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সাব্বিরের নাম ছিল। তার অভিযোগ এই নাম নাকি আমরা বিএনপির লোকজন দিয়েছি। এ নিয়ে সে এলাকায় কদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজার এলাকায় চায়ের দোকানে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিয়া হাফিজুর রহমানসহ তার সাথে থাকা সমর্থকদের উপর দেশীয় রামদা ও লাঠি নিয়ে হামলা করে সাব্বির ও তার দলবল।
সদর হাসপাতালে হামলায় আহত নান্নু নামে আওয়ামী লীগের কর্মী জানান, তিনি কিছু বললে তার হাসপাতালে চিকিৎসা নিতে দেবে না। তবে হামলায় উভয়পক্ষের দোষ ছিল বলে তিনি স্বীকার করেন। মামলার বিষয়ে তিনি জানতেন না।
এ বিষয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত অভিযুক্ত সাব্বিরের মুঠোফোনে বারবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। শ্রীপুরের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষের ঘটনা নিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গৌতম ঠাকুর জানান, হামলার ঘটনায় দুটি পক্ষ জড়িয়ে যায়। এখানে কে বিএনপি কে আওয়ামী লীগ তা বলা মুশকিল। উভয় পক্ষের লোকজন আহত হয়ে যে যার মত বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। কিছু বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশসহ সেনা সদস্যরা এলাকা টহল দিচ্ছে। পরিস্থিতি দুপুরের পর থেকে স্বাভাবিক আছে বলে তিনি জানান।