শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : শ্রীপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রাহাত, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খাঁন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস পারভীন, থানার এসআই রামপ্রসাদ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার তাসমীম ফেরদৌসী মিম, নাকোল ইউপি’র প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়, গয়েশপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সনৎ কুমার প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ১৩৫ পূজামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।