রূপসা প্রতিনিধি : বাগমারা বাজার বণিক সমিতি নিয়ে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন শনিবার সকালে পূর্ব রূপসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আলহাজ আরাফাত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সহ সভাপতি হাসানাত, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক হাসান শেখসহ সাধারণ সদস্যবৃন্দ।