নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের ছোটবোন ফাতেমা খাতুন শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তাকে সেখানে ভর্তি করা হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ এশা শংকরপুর বটতলা মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ফাতেমা যশোর শহরের শংকরপুর দক্ষিনপাড়ার আনিসুর রহমানের স্ত্রী । মৃত্যুকালে স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক নেতা সরোয়ার হোসেনের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেনের ছোটবোন ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ফাতেমা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।