নিজস্ব প্রতিবেদক : যশোর-৫ (মণিরামপুর) আসনে কলস প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। শনিবার বিকেলে তিনি মণিরামপুর উপজেলার ৮নম্বর হরিহরনগর ইউনিয়নের মদনপুর ওয়ার্ডে এ গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে সংসদে পৌঁছাতে পারলে মণিরামপুরকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন। গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগ্রহভরে তার বক্তব্য শোনেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।