Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে কলেজের অধ্যক্ষ ও সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:১৪:০২ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ও অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। রোববার দুপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মণ্ডল, সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলা, সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন লাইফ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা তিতাস আহম্মেদ কেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন সাদ্দামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর সাথে আলোচনা না করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করতে হবে এবং সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবনির্বাচিত সভাপতির পদত্যাগ দাবি করেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি চেয়ে গত ৮  সেপ্টেম্বর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিলেও আজ অবধি তা কার্যকর হয়নি।

এ বিষয়ে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, আমি ওই কলেজের প্রতিষ্ঠাতা। নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদন হয়েছে। তারা যে অভিযোগ করেছে এটা ঠিক না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)