Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নিয়ে প্রতারণা

বোনের জেএসসির সনদ দিয়ে একলাফে এসএসসি, পরবর্তীতে ডিপ্লোমা নার্সিং ডিগ্রি

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ০৩:২৩:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক: বোনের জেএসসির সনদপত্র নিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে এক লাফে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন খুর্শিদা আক্তার ওরফে লাকি আক্তার।  তিনি যশোরের ডা. মেজবাহ উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজ থেকে ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিয়েছেন। দুদিন বাদেই তিনি চূড়ান্ত সনদধারী হবেন। খুর্শিদা আক্তার প্রথমে নাম এবং দু’দফায় জন্ম নিবন্ধন এবং প্রকৃত জাতীয় পরিচয়পত্র থাকলেও নতুন নামে পরিচয়পত্র পরিবর্তনের চেষ্টা করছেন। এজন্য নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতারণা ঘটনার শুরু বাগেরহাটের মোংলাতে। খুর্শিদা আক্তার ও মেজ বোন লাকি আক্তার দু’জনই বাগেরহাটের মোংলা পোর্ট পৌর এলাকার শফিক হালদারের মেয়ে। যাদের বর্তমান বৈবাহিক ঠিকানা যশোর মণিরামপুর উপজেলার কামালপুর গ্রামে। নাম পরিবর্তনকারী খুর্শিদা আক্তার ডা. মেজবাহ উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজ থেকে ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিয়েছেন। দুদিন বাদেই পাবে সনদপত্র।

মুর্শিদা আক্তারের প্রকৃত জন্ম তারিখ ১৯৯৬ সালের ১ জুন। প্রকৃত নামে জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৩৩১৫১১০০ এবং জন্ম নিবন্ধন নম্বর ১৯৯৬০১৫৮৬৪০১০০৯১২। একই সাথে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তেন মোংলার আলহাজ্ব শেখ আফসার উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসায়। রেজি: নং ১১১৩৩৩৫৭৫৩, সেশন ছিল ২০১৬-১৭ এবং রোল নম্বর ছিল ২১১৮৭২। তিনি ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে আর করেননি। কিন্তু তার মেজ বোনের লাকি আক্তারের নামে জেএসসির সনদপত্র নিয়ে ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসি পাশ করেন। একই সাথে তিনি এখন ডা. মেজ ব্হা উর রহমান মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে অধ্যয়নরত।

এদিকে, তার মেজ বোন লাকি আক্তার যেহেতু বড় বোনকে তার সনদপত্র (জেএসসির) সরবরাহ করেছেন সে জন্য মেজ বোনও নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। এখন দু’বোনই চেষ্টা করছেন নতুন করে জাতীয় পরিচয়পত্র পরিবর্তনের জন্য। মেজ বোন লাকি আক্তার থেকে নাম বসিয়েছেন কথা আক্তার লাকি। তার প্রকৃত জন্ম তারিখ ১৯৯৮ সালের ১ জুন কিন্তু পরিবর্তনের পর বসিয়েছেন ১৯৯৯ সালের ৫ আগস্ট। তার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনে ১৯৯৯ সালের জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তথ্য গোপনের পর কথা আক্তার লাকি নামের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৬৫৬৩১৯০১ এবং জন্ম নিবন্ধন নম্বর ১৯৯৯০১২৫০০১০৬২০০২। এখন দু’বোনের মধ্যে মেজ বোন জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন করতে পারলেও নানান ইস্যুতে আটকে রয়েছেন বড় বোন খুর্শিদা আক্তার। তিনি তার জাতীয় পরিচয়পত্র মেজ বোন লাকি আক্তারের নাম বসিয়ে পরিবর্তনের জন্য নির্বাচন অফিসে আবেদন করেছেন।

এদিকে সূত্র বলছে তথ্য গোপন করে খুর্শিদা আক্তার লাকি আক্তার হয়ে জন্ম নিবন্ধন করেন, যার নম্বর ০১৯৮০১২৫০০১০৬২০০৩। এবং লাকি আক্তার নাম পরিবর্তন করে কথা আক্তার লাকি নমে যে জন্ম নিবন্ধন করেন তার নম্বর ১৯৯৯০১২৫০০১০৬২০০২। তথ্য ঘেটে দেখা যায় দুটি জন্ম নিবন্ধনই পরপর নম্বর রয়েছে। ফলে দু’ বোনই প্রতারণার মাধ্যমে বিভিন্ন স্বার্থ হাসিল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে খুর্শিদা আক্তার ওরফে লাকি আক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মেজব্হা উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজের প্রশাসনিক কর্মকর্তা রেহেনা রহমান জানান, বিষয়টি নিয়ে এক বছর ধরে অভিযোগ করা হচ্ছে। তবে কারিগরি বোর্ডে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদরে কাছেও তার সব কাগজপত্র ঠিক আছে। শুধুমাত্র তাকে হয়রানির জন্য এসব অভিযোগ করা হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)