বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : বাঘারপাড়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলকসভা ও ৮৫টি পূজামন্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে এ অনুদানের চেক বিতরণ করা হয় ।
এসময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ হাসান, বাঘারপাড়া পূজা উদযাপন কমিটির উপদেষ্টা হরিপদ রায়, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা, উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, থানার ওসি রোকিবুজ্জামান প্রমুখ। সভায় আজান ও নামাজের সময় পূজামন্ডপের মাইক ও বাদ্যযন্ত্র বন্ধ রাখতে সকল পূজাকমিটির নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। একই সাথে মন্ডপে হিন্দি গান ও অশ্লীল নৃত্য পরিবেশন থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়। অনুষ্ঠান শেষে সকল পূজাকমিটির সভাপতি ও সম্পাদকের হাতে পাঁচশ কেজি চালের বাজার মূল্যে নগদ টাকা তুলে দেয়া হয়। চলতি বছর বাঘারপাড়ায় ৮৫টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রণয় সরকার জানান, প্রত্যেক মন্ডপ কর্তৃপক্ষের হাতে ২০হাজার ৫০টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া তিনি আরও জানান, গতবছরের তুলনায় এ বছর ১১টি পূজা মন্ডপ কমেছে।