কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবগঠিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলীর ছেলে এইচএম রহমাতুল্লাহ পলাশ।
কলেজের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মরিয়ম মনসুর, বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট শেখ শফিউল্যা প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী শেখ পারভেজ ইসলাম, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে মাহবুবা দিঘি, একাদশ শ্রেণির শিক্ষার্থী তিথি সরকার প্রমুখ।
নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।