Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ও সাপের কামড়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

এখন সময়: শনিবার, ২ নভেম্বর , ২০২৪, ০৫:০৩:৩৭ এম

 

ফরহাদ খান, নড়াইল: প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী পিয়ালী অধিকারী নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকালে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালী সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর মেয়ে।

বীরেন অধিকারী জানান, পিয়ালী নড়াইল শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে সোমবার সকালে ইজিবাইকে পোশাক জড়িয়ে গুরুতর আহত হয়। নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ালী পড়ালেখার পাশাপাশি সঙ্গীত চর্চা করতেন। তার মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে, সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এ্যানি রায়ের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ্যানির বাড়ি সদরের হিজলডাঙ্গা গ্রামে।  

এ্যানির পরিবার জানায়, গত রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর  রাত ১২টার দিকে এ্যানিকে সাপে কামড় দেয়। এরপর ঘুম ভেঙ্গে এ্যানি তার  বাবা-মাকে ডাক দেয়। এ সময় বিছানার চাঁদর সরানোর সময় বিষধর সাপ দেখা যায়।

হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)