নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমির উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে একাডেমি কার্যালয় প্রাঙ্গণে সমাপনি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বিশ্বাস ও যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক এহসান কবীর।
এ সময় শিশুদিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।