নিজস্ব প্রতিবেদক : যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটে (ঈদগাহ) সোমবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
প্রধান আলোচক ছিলেন ইসলামী রিসার্স সেন্টারের প্রধান পরিচালক মাওলানা মুফতি জসিম উদ্দিন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক আজিজুল হক আরব আলী, মাওলানা মুফতি মোস্তাক আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি জসিম উদ্দিন।
দোয়া শেষে হামদ, নাত, কেরাত ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।