Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চোরাচালান মামলায় বেনাপোলের  নুর ইসলামের ১৪ বছর কারাদণ্ড

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৮:১২:৫৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: সোনা চোরাচালান মামলায় বেনাপোলের গাতিপাড়া গ্রামের নুর ইসলামকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নুর ইসলাম বেনাপোলের গাতিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী শাহারিয়ার ইবনে আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৭ এপ্রিল সকালে বিজিবি আইসিপি গেট থেকে সন্দেহজনকভাবে নুর ইসলামে আটক করে।  জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুর ইসলাম তার স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় সোনার বার লোকানো আছে। এ সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে নুর ইসলামের স্যান্ডেলের সোল খুলে ২১ পিছ সোনার বার উদ্ধার করা হয়। যার দাম ৯০ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির জেসিও আয়ুব আলী বাদী হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তৎকালীন অফিসার ইনচার্জ অপূর্ব হাসান ঘটনার সাথে জড়িত থাকায় আসামি নুর ইসলামসহ আরও দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর দুই আসামি পিয়ারুল ও মুকুল চৌধুরীরর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত নুর ইসলাম কারাগারে আটক আছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)