নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শহর জেনারেল হাসপাতালে সেবিকারা চার ঘন্টা কর্ম বিরতি পালন করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এ কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে সকল সদস্যরা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
যশোর জেলা শাখার সমন্বয়ক সালমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুন, যশোর নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সটেক্টর ইনচার্জ আর্জিনা খাতুন, ইন্সটেক্টর জান্নাত আরাসহ অন্যান্য নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ ।