নিজস্ব প্রতিবেদক: যশোর অভয়নগরের মশরহাটি গ্রামের চাঞ্চল্যকর মতিয়ার বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখকে আটক করেছে র্যাব। তুহিন শেখ যশোর অভয়নগরের মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় র্যাব-৮ বরিশাল ও র্যাব-৬ যশোরের যৌথ অভিযানে মাদারীপুর সদর উপজেলার লেকপাড় এলাকা থেকে তুহিন শেখকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট দুপুরে আসামি তুহিন শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মতিয়ার বিশ^াসকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভয়নগরের স্থানীয় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার বিশ্বাসকে হত্যা করা হয়। আটক আসামি তুহিন জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তুহিনকে অভয়নগর থানায় সোপর্দ করেছে র্যাব।