Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরসহ বিভিন্নস্থানে মহান বিজয় দিবস উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১২:২৩:০৬ এম

স্পন্দন ডেস্ক : যশোরসহ বিভিন্নস্থানে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত-
যশোর : মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে মণিহার মোড়ে বিজয় স্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যশোরে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল আটটা থেকে পুরাতন বাস টার্মিনাল এলাকায় বিজয়স্তম্ভে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকনকে সাথে নিয়ে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অন্যান্যের মধ্যে অর্পণ করে সিভিল সার্জন কার্যালয়, জেলা জাসদ, কমিউনিস্ট পার্টি, বাসদ, এন সি পি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাম গণতান্ত্রিক জোট, জাগপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যশোর এম এম কলেজ, সিটি কলেজ, যশোর কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ, মহিলা পরিষদ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, দৈনিক লোকসমাজ পরিবার, দৈনিক স্পন্দন পরিবার, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ড্যাব, যশোর ইনস্টিটিউট, সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে ২৮ টি সংগঠন, স্কুল, কলেজ ও সরকারের বিভিন্ন দপ্তর সহ দেড় শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল ৯ টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরিবেশিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে।
সকাল সাড়ে দশটায় টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আশেক হাসান এর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচ এম মুযহারুল ইসলাম মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই স্থানে ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ আশেক হাসান।
দিবস উপলক্ষে দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা প্রদান ও ওষুধ সরবরাহ করা হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে মসজিদ. মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বেনাপোল :
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, শহীদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুলতলা (খুলনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও বিআরডিবি কর্মকর্তা মোঃ তারেকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য মান নিয়ন্ত্রক সমীরণ কুমার সাহা, এসিল্যান্ড তৌফিক রেজা, ওসি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী জাফর উদ্দিন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষিবিদ আরিফ হোসেন, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা জামায়াতের আমির আঃ আলিম মোল্যা, সেক্রটারী মাও সাইফুল হাসান খান, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়েদুল হক হাওলাদার, সমবায় কর্মকর্তা ফারহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা শামীমা আক্তার, আনছার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ।
মাগুরা: জেলা প্রশাসন মাগুরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ৬ টা ৪৫ মিনিটে নোমানী ময়দানে শহিদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিএনপিরসহ তার অঙ্গ সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাগুরা প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন ও সংস্থা। সকাল ৯ টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা। কুচকাওয়াজে মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা পুলিশ সুপার সালাম গ্রহন করেন।
সকাল সাড়ে ১১ টায় নোমানী ময়দানে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। দুপুর ১২ টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে মহিলা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল সাড়ে ৪ টায় কালেক্টরেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় শহরের ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিস মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করে। সন্ধ্যা ৭ টায় জেলা অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে তাৎপর্য তুলে ধরে আলোচনা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
কপিলমুনি (খুলনা) : বধ্যভূমির স্মৃতি সৌধে পুষ্পমাল্য প্রদান ও দোয়া অনুষ্ঠান, সকাল ৯ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও খেলাধুলা। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা। প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিশিষ্ট আইনজীবী অ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর মোঃ আবুল কাশে হাজরা, কপিলমুনি ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলাম, সেক্রেটারী মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, কপিলমুনি ওয়ার্ড জামায়েত ইসলামীর আমীর মোঃ আসাদুল ইসলাম মিলন, সমাজ সেবক অজয় সাধু, এএসআই মোঃ সোহরাব হোসেন, মোঃ আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাওঃ জালাল উদ্দীন ও মিন্টু কুমার সাহা।
ডুমুরিয়া : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। এরপর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মনিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, সাংবাদিক নেতা এসএম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডুমুরিয়া প্রেসক্লাব, হাইওয়ে পুলিশের ওসি নুরুজ্জামান চান্নু’র নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসসহ অন্যরা শ্রদ্ধা জানান। সকাল ১১টায় ডুমুরিয়া কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে উপজেলা প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের সমন্বয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফকিরহাট (বাগেরহাট) : সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের স্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি, সোনলী ব্যাংক পিএলসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগন মোড়ল নুর মোহম্দ, শাহিদুর রহমান জোহা।
এদিকে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
কেশবপুর : উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পৃথক উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি র‌্যালি ও পুস্প স্তবক অর্পণ করে।
বাঘারপাড়া : শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসক ভূপালি সরকার, বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান, বাঘারপাড়া পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়ন বাঘারপাড়া ইউনিটের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), পল্লিবিদ্যুৎ বিভাগসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।
উপজেলা সরকারী পাইলট স্কুল মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ও অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পাইকগাছা(খুলনা) : স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদের থেকে নির্বাহী অফিসার অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী,বীর মুক্তিয়োদ্ধা রুহুল আমিন গাজী, থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপি থেকে খুলনা -৬ সংসদ প্রাথী এস এম মনিরুল ইসলাম বাপ্পি, ডা. আব্দুল মজিদ, এনামুল হকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিনসহ সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সকালে সাড়ে আটটায় স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
লোহাগড়া (নড়াইল) : লেহাগড়ায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা ফায়ার সার্ভিস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।
লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পরে কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সালাম গ্রহণ করেন।
বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটা ফুটবল মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, বিএনপি, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মহম্মদপুর (মাগুরা) : শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান এর নেতৃত্বে সকল অফিসারবৃন্দ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুজ্জামান এর নেতৃত্বে সকল অফিসার ফোর্স সহ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাঃ মতিউর রহমানের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, প্রেসক্লাব মহম্মদপুর সভাপতি মো: আজিজুর রহমান টুটুলের নেতৃত্বে সকল সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
মহম্মদপুর মডেল সরকারি আর এস কে এইচ ইনিষ্টিউশন মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ,ডিসপ্লে, মার্চপাস শরীর চর্চাসহ নানা রকম অনুষ্ঠান সম্পন্ন হয় এরপর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ইউএনও মুহঃ শাহনুর জামানের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্বা অধ্যক্ষ (অবঃ) মোহাঃ মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো: আজিজুর রহমান টুটুল, বীরমুক্তিযোদ্ধা ডা. তিলাম হোসেন প্রমুখ।
আশাশুনি : সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, আঞ্চলিক প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনের পরিবারকে ও ৩ জন জুলাই শহীদ পরিবার মোট ১০জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
মোংলা : উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলমডাঙ্গা : উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)