খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোর সেনানিবাসের কর্মকর্তারা বাঘারপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে খাজুরা বাজার কেন্দ্রীয় কালিবাড়ি পূজা মণ্ডপ পরির্দনকালে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, এনডিসি, পিএসসি সনাতন ধর্মালম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মীর মোস্তফা কামাল, পিএসসি, ক্যাপ্টেন নাহিদ হাসান প্রত্যয়, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, সহকারী উপপরিদর্শক (এএসআই) ছবেদ আলী, যশোর সরকারি সিটি কলেজের প্রভাষক অরবিন্দু কুমার কুণ্ডু, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির আহবায়ক কার্ত্তিক চন্দ্র মণ্ডল, সদস্য সচিব নারায়ণ চন্দ্র অধিকারী, মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদারসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাঘারপাড়া পৌর এলাকার রাধাকান্ত পূজা মণ্ডপ ও রায়পুর ইউনিয়নের শালবরাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ বছর বাঘারপাড়া উপজেলায় ৮৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।