প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে শহিদ কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনা’র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে বিকাল ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি তোজাম্মেল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন প্রয়াত কম?রেড ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদ?লের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির, জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলার সদস্য উদয় শংকর বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি সালাম শাহ ও কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।