কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোস্তফা মোহাম্মদ আলী (৫৫)। শনিবার বেলা ১২টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ব্যক্তিজীবনে মোস্তফা মোহাম্মদ আলী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, সদালাপী, পরোপকারী, ধর্মপরায়ণ ও ক্লিন ইমেজের নেতা। অসংখ্য নেতা গড়ার কারিগর হিসেবে তিনি সমগ্র উপজেলায় পরিচিত ছিলেন। কালিগঞ্জ থানা মসজিদে দীর্ঘদিন খেদমত করেন তিনি। এছাড়া বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া কামেল মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অবদান ছিলো।
এই গুণী মানুষটির মৃত্যুতে সমগ্র উপজেলার বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।