নিজস্ব প্রতিবেদক: যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সমগ্র জনগণ একতাবদ্ধ। এটিই হচ্ছে আমাদের বড় শক্তি। একতাবদ্ধ শক্তির মাধ্যমে আমরা আমাদের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক সহনশীলতা ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। যে ঐতিহ্যের মধ্যে আমরা এই যশোরে জন্মেছি এবং বড় হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত ১৫ বছর সেই সংস্কৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল।
রোববার সন্ধ্যায় যশোর লালদীঘির পুকুর পাড়ে পৌর এলাকার দুর্গা প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।