Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে ভেঙে যাওয়া বাঁধ ১২ ঘন্টার মধ্যে সংস্কার

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৪৩:৩৬ এম

দাকোপ প্রতিনিধি : খুলনার উপক‚লীয় উপজেলা দাকোপে গভীর রাতে ভেঙে যাওয়া বেড়ীবাঁধ ১২ ঘন্টার মধ্যে আটকানো সম্ভব হয়েছে। ফলে ২ হাজার বিঘা জমির আমন ফসলসহ ব্যাপক আর্থিক ক্ষতির আপাতাত ঝুঁকিমুক্ত এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষিখোলা পিচের মাথার বেড়ীবাঁধ শুক্রবার রাত ১২ টার দিকে জোয়ারের পানির চাপে ভেঙে যায়। তাৎক্ষণিক পানখালী ইউনিয়নের লক্ষিখোলা ও কামারবাদ গ্রাম পানিতে প্লাবিত হয়। ঘটনার পর থেকে এলাকাবাসী বাঁধ আটকাতে তৎপর হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডকে বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এলাকাবাসীর শ্রম সহায়তায় রাত থেকে শুরু হয়ে শনিবার বেলা ১২ টার মধ্যে ভেঙে যাওয়া বাঁধ আটকানো সম্ভব হয়। ফলে ইউনিয়নের ২ হাজার বিঘা আমন ধান, পুকুর ঘরবাড়ীর ব্যাপক আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে এলাকাবাসী আপাতাত পানি মুক্ত হলেও সংস্কার কাজ আরো মজবুত না হলে ফের ভেঙে যাওয়ার ঝুঁকি আছে বলে জানায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁধটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকায় পানি উন্নয়ন বোর্ডকে সংস্কারের জন্য বার বার তাগাদা দেয়া হয়। কিন্তু তাদের ধীর গতির কার্যক্রমের জন্য বাঁধটি ভেঙে যায় এমন অভিযোগ তার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)