Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

এখন সময়: শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪, ০১:১৪:১২ এম

 

খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর এলাকার জাহিদ হোসেন নামে এক ব্যক্তি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বেলা দেড়টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান লিটন জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. আব্বাস আনছারী, মো. নশু ফারাজি, মো. রিয়াজ, মো. নাদিম ও মো. জব্বার।

মৃত্যুদণ্ডের পাশপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে এ মামলা থেকে খালাস দিয়েছেন বিচারক।

তারা হলেন-মো. ইব্রা আর আলাম আসিফ, মো. রানা হোসেন, সুলতান ওরফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওরফে আরিফ, মো. মেহেদী হাসান ওরফে প্যাকেট মেহেদী ও মো. জাহিদুল ইসলাম জাহিদ।

মামলার বিবরণে বলা হয়, খালিশপুর হাউজিং এস্টেট এলাকার সাব্বির হোসেনের ছেলে জাহিদ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাতে বঙ্গবাসী মোড়ে যান। তখন পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মো. সুমন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৪-৫ জনকে আসামি করে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান লিটন জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)