দাকোপ প্রতিনিধি: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক’র উদ্যোগে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় স্টেপ অ্যান্ড বিল্ডইন প্রকল্প নবলোক সভা আয়োজন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আ. আব্দুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা রুবায়েত আল আজাদ, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, জাহিদ ফকির, জহির শেখ, নিমাই রায়, হাবিবুর রহমান, দিলীপ রায়, এনজিও প্রতিনিধি মাহমুদ হাবিব, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, নবলোক’র প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, ফিল্ড সুপারভাইজার আবু কাসেদ প্রমুখ।