Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আচারানুষ্ঠানে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

এখন সময়: সোমবার, ৪ নভেম্বর , ২০২৪, ০৭:৫৩:৪৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দিপান্বিতা অমাবস্যা তিথির গভীর রাতে আনুষাঙ্গিক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামাপূজা সম্পন্ন হয়েছে। একইসাথে অনুষ্ঠিত হয়েছে অলক্ষ্মীপূজা শেষে শ্রীশ্রী লক্ষ্মী পূজা। অমাবস্যার এ তিথিতে যশোরে দীপাবলি বা দীপদান তথা আলোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আনয়নে ভক্তবৃন্দ এ মহাশক্তির বন্দনা করা হয়। ভক্তদের বিশ্বাস মহাশক্তির আরাধনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে অন্ধকার থেকে আলোর পথ সুগম হয়।

শাস্ত্রীয় মতে ভূতচতুর্দশীর পর অমাবস্যার পূর্ণ তিথিতে গভীররাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের সাথে যশোরেও অনুষ্ঠিত হয় এ মহাশক্তির বন্দনা।

এছাড়া সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে আলোক উৎসবের আয়োজন করে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর। অশুভ শক্তি বিনাশকল্পে ১০৮টি প্রদীপ ও ১ হাজার ৮টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আলোকিত করা হয় কলেজের কলা ভবন প্রাঙ্গণ। এদিন বিকেলে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কলেজের চেতনায় চিরঞ্জীব চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। সন্ধ্যা নামলে একে একে মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন শুরু করে। এসময়  নানান রঙের আলোতে ক্যাম্পাসজুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, মাইকেল মধুসূধন দত্ত কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মদন কুমার সাহা। সভাপতিত্ব করেন দীপাবলি উদযাপন কমিটির আহ্বায়ক সনাতন বিদ্যার্থী সংসদের কলেজ শাখার সাধারণ সম্পাদক কাজল মন্ডল। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস, ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাইম হোসেন, ছাত্র শিবিরের কলেজ শাখার প্রতিনিধি রাসেল হোসেন, সনাতন বিদ্যার্থী সংসদ কলেজ শাখার সভাপতি গণেশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক অতনু ঘোষ, দপ্তর সম্পাদক মহুয়া পাল বৈশাখী, সহ-কোষাদক্ষ অর্পিতা মুন্সী, নিপা সরকার প্রমুখ।

এদিকে যশোর পৌর এলাকায় ব্যতিক্রমী মন্দির-মণ্ডপে পূজা প্রাঙ্গণমুখী দর্শনার্থী ও ভক্তবৃন্দের ছিল উপচে পড়া ভিড়।

সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন বাসা-বাড়ি ছাড়াও যশোর শহরে শতাধিক দৃষ্টিনন্দন পূজা মন্দির ও মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিটা পূজা মন্দির-মণ্ডপে শ্রীশ্রী শ্যামা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বিগ্রহ স্থাপনের পর আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্নের পর গভীর রাতে পূজা শুরু হয়ে সূর্যোদয়ের আগে পূজা সম্পন্ন হয়। এরপর  ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

দীপাবলী উৎসব ও শ্রীশ্রী শ্যামা পূজা যশোরে আয়োজনের ঐতিহ্যের ধারাবাহিকতায় বরাবরের মত এবারও ব্যতিক্রমী সব আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী শ্যামাপূজায় প্রতিমা নির্মাণ শৈলী, সুদৃশ্য মণ্ডপ, তোরণ নির্মাণ ও আলোকসজ্জায় এক নতুন মাত্রা এসেছে। কারুকার্যময় মণ্ডপ নির্মাণে এবারও চমকপ্রদ থিম সংযোজন করা হয়েছে। এছাড়া এবারও প্রতিমা নির্মাণ শৈলী, সুদৃশ্য মণ্ডপ, তোরণ নির্মাণ ও উন্নত আলোকসজ্জায় বিমোহিত হয়ে যশোর ছাড়াও অন্যান্য জেলা থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দে বিমোহিত করবে বলে জানিয়েছেন বিভিন্ন আয়োজকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)