ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানে আগামী ২৩ নভেম্বর শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ (২০২৪)। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ৭ টি দেশ অংশ নেবে এবারের আসরে। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলেন যশোরের ২ ক্রিকেটার। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা। এরা হলেন, ইসরাফিল হোসেন (বি-২) ও আসমত আলী (বি-১)। বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাশা। এর আগে প্রাথমিক বাছাইয়ে দলে ডাক পেয়েছিলেন যশোরের ৭ ক্রিকেটার। তারা ছিলেন, আসমত আলী (বি-১),আবু সাইদ (বি-১), মনিরুজ্জামান (বি-১), মোহাম্মদ আলী (বি-১), ইসরাফিল হোসেন (বি-২), মোহাম্মদ আব্দুল্লাহ (বি-৩) এবং মমিন মোল্লা (বি-৩)। গত ৯ নভেম্বর থেকে ঢাকার ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে শুরু হয় বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্প। ৪০ ক্রিকেটারের ক্যাম্প থেকে ১৫ জনের চূড়ান্ত দল বাছাই করা হয়েছে। সেই মূল দলে জায়গা হলো যশোরের দু’জনের। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাশা বলেন, আগামী ২০ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তান যাবে। বাংলাদেশ দল ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে অংশ নেবে ভারতের বিপক্ষে।