নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর গাজীরবাজার ইউনিটের জামায়াত আমীর আমিনুল ইসলাম সজল হত্যা মামলায় সাদমান রহমান লবিবকে আটক করেছে পুলিশ। লাবিব খোলাডাঙ্গার আলম শেখের ছেলে। এর আগে এ হত্যাকান্ডে জড়িত ৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অভিযোগে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে যশোর খোলাডাঙ্গায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত কর্মকর্তার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ডিবি ও র্যাব ৬ যশোরের সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে ৭ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়। আটক আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সদরের সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি লাবিবকে আটক করা হয়। এ হত্যাকাণ্ডের মুল আসামি খোড়া কামরুলকে আটকের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।