নূরুল হক, মণিরামপুর (যশোর) : দীর্ঘ ৮ বছর পর রাষ্ট্রদ্রোহী মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সমাজের কথা পত্রিকার নেহালপুর প্রতিনিধি ইউনুচ আলী দফাদার। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার যশোর জেলা চিফ জুডিসিয়াল আদালত তাকে বেকসুর খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ মে উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবু তালহার পুত্র জালাল দফাদার যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একই গ্রামের মৃত মোহাম্মদ আলী দফাদারের পুত্র মণিরামপুর প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সমাজের কথা পত্রিকার নেহালপুর প্রতিনিধি সাংবাদিক ইউনুচ আলী দফাদারের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় ইউনুসকে একজন রাজাকার, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী ও রাষ্ট্রদ্রোহীর অভিযোগ উল্লেখ করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ পিবিআইকে তদন্তের নির্দেশ। ইউনুস আলী আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। এরপর পুলিশি তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও আদালতের দীর্ঘ শুনানির পর্যালোচনা শেষে মঙ্গলবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইউনুচ আলী দফাদরকে বেকসুর খালাস প্রদান করে রায় ঘোষণা করেন।
ইউনুসের আইনজীবী জি, এম কামরুজ্জামান ভুট্টো বলেন, মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও সাজানো। ফলে বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের অভাবে ইউনুস আলীকে বেকসুর খালাস প্রদান করেছেন।