Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা প্রেসক্লাবের নামে জমি বরাদ্দ

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ১০:৫৪:০৯ এম

 

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : যশোর জেলা পরিষদ চার শতক জমি চৌগাছা প্রেসক্লাবের নামে বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পেয়ে চৌগাছার গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

জানা গেছে, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী চৌগাছা উপজেলার সাংবাদিকদের জন্য নিজস্ব জমি চেয়ে চলতি বছরের ১ জানুয়ারি যশোর জেলা পরিষদের কাছে একটি আবেদন করেন। এর ফলে যশোর জেলা পরিষদ সাংবাদিকদের পেশাগত বিষয়টি বিবেচনা নিয়ে চলতি বছরের ১৫ মে এক সভার মাধ্যমে চৌগাছা প্রেসক্লাবের নামে ৪ শতক জমি প্রাথমিকভাবে অনুমোদন করে। চৌগাছা মৌজার ১৭১ এস এ খতিয়ান ১৯৯, দাগ নম্বর ৪২। দৈর্ঘ্য ৩৮ ফুট, প্রস্ত ৪৬ মোট বর্গফুট ১৭৪৮। (পাকা রাস্তা সংলগ্ন পাবলিক লাইব্রেরি দক্ষিণ পাশে)। এরপর ভূমি মন্ত্রণালয় ও জেলা পরিষদের সংশ্লিষ্ট অফিসারদের আন্তরিকতার কারণে দ্রুত অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন হয়। অবশেষে গত ২০ নভেম্বর দুপুরে ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল এর কাছে বরাদ্দকৃত জমির দলিল ও যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন। জমি বরাদ্দ নিয়ে ক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ নিরলস চেষ্টা করে আসছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)