নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্সের নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার কমিশনের আহবায়ক সহকারী কমিশনার আনোয়ার হোসেন ১৯ সদস্যর কমিটির পদ উল্লেখ করে এই ফলাফল ঘোষণা করেন।
এতে নির্বাচিতরা হলেন সভাপতি পদে মিজানুর রহমান খান, সহসভাপতি ১ সাজ্জাদুর রহমান সুজা, সহসভাপতি ২ জাহিদ হাসান টুকুন ও সহসভাপতি ৩ মঞ্জুর হোসেন মুকুল, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ইদুল, কাশেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবীর, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারি, সাইফুল ইসলাম লিটন ও রেজাউল করিম।
কমিটি ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন, নির্বাচিত কমিটির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।