Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আলোচনাসভা ও দোয়া

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ০৯:৩৭:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুরের খানপুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ উপজেলার গোবিন্দপুর ঈদাগাহ ময়দানে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। খানপুর ইউপির ৯নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মাদ মুছা। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুসাইন আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, অ্যাড. মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, খানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, মাহাবুবুর রহমান, ফারুক হোসেন, আব্দুস সাত্তার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী।
অনুষ্ঠানে খানপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)