প্রেসবিজ্ঞপ্তি : দ্রব্যমূল্য কমানো, প্যালেস্টাইনসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধ, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মুড়লী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদর থানা কমিটির সভাপতি শারিয়ার আমির। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, সহসভাপতি সমীরণ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা লাল সরকার, প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, সদর থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস ও প্রচার সম্পাদক হিরণ সরকার প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সদর থানা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর।