শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শিশুশ্রম নির্মূলে কৃষিতে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা রিসোর্স প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মপরিকল্পনা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা কর্ডএইড এর অর্থায়নে ও উদয়ন বাংলাদেশ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এর ডিরেক্টর প্রোগাম এন্ড অপারেশন রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার এর সহযোগিতায় ও উদয়ন বাংলাদেশের রিসোর্স প্রজেক্ট কর্মকর্তা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উন্নয়ন সংস্থা কর্ডএইড’র ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কো-অর্ডিনেটর কৃষিবিদ জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, কৃষকদের পক্ষে টিমলিডার মোঃ আলম ও উপকার ভোগী জেসমিন আক্তার।
প্রকল্পের কর্মকর্তারা জানান যে, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শিশুশ্রম নির্মূলে তাদের পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করে সাবলম্বী করার চেষ্টা করছে। এ পর্যন্ত ১১৩ জন শিশুকে শিশুশ্রম থেকে নির্মূল করতে তাদের মধ্য থেকে ৭৮ জন শিশুকে স্কুল মুখী করেছে। বাকীদেরও করার চেষ্টা চলছে।