খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, দিল্লির তাবেদারী ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মনুষকে সাহসী করার মধ্য দিয়ে ফ্যাসিষ্ট খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে। আর এই কাজটি করেছে গণঅধিকার পরিষদ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে সরকারকে আমরা সহায়তা করছি। আমাদের অগ্রযাত্রা থামার জন্য নয়। দেশের মঙ্গলে যেমন আমরা সোচ্চার, তেমনি ভারতের আগ্রাসন রুখতে গণঅধিকার পরিষদ সর্বদা প্রস্তুত।
রাশেদ খাঁন শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা শিশু একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি, চাঁদাবাজী, হানাহানিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা এবিএম আশিকুর রহমান, বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও রিহান উদ্দীন রায়হান। সভা পরিচালনা করেন ছাত্রঅধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন।
রাশেদ খান বলেন, যারা ভারতে বসে নাটাই ঘোরায়, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায়, দিল্লিতে বসে বাংলাদেশেকে ক্ষমতায় আসবে কি আসবে না বলে সিদ্ধান্ত নেয় তাদের ষড়যন্ত্র আর কুট পরিকল্পনা রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।