ফরহাদ খান, নড়াইল: নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, চিকিৎসক, সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার মনজুরুল মুরশিদ।
অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, ইউনিসেফের খুলনা বিভাগীয় প্রধান কাউসার হোসাইন, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার বদরুল হাসান, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার, স্বাস্থ্য অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডাক্তার অপর্ণা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলিফ নূর, নড়াইল সদরের ইউএনও সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত পিন্টু, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আলিমুজ্জামান সেতু, ডাক্তার শুভাশিস বিশ্বাস, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, ব্র্যাকের জেলা কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্কুলশিক্ষার্থী রূপম ভৌমিক প্রমুখ।