Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে করোনাকালীন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:২৪:৪৭ পিএম

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার দুপুরে করোনাকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে শ্রীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ উপজেলায় করোনা সংক্রমণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে লকডাউন বাস্তবায়নে সকলকে সহযোগিতা কামনা করেন। তিনি শ্রীপুর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, আনসার সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান।  

এ সময় শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক আইয়ুব হোসেন খান, মো. সাইফুল্লাহ, জিয়াউর রহমান, বিকাশ বাছাড়, লেনিন জাফর, জাহিদুল ইসলাম জুয়েল, তাছিন জামান, জুয়েল রানা, মহসীন মোল্যাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)