Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরের ধনপোতা ঢিবিতে মাঠ কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৮:০৭:৪৩ পিএম

আব্দুল মতিন, মণিরামপুর : নথিভুক্তকরণ, ডেটিং, রিয়েল টাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়ক মাঠকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মণিরামপুর উপজেলার ধনপোতা নামক স্থানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন এ কর্মশলা পরিচালনা করেন। এ কর্মশালার প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। লাভলী ইয়াসমিন জানান, এক দিনের এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য, ধনপোতা এ ঢিবিটি গত এক বছর খনন কাজ করে চলেছে প্রত্নতত্ত্ব বিভাগ। প্রায় ২ হাজার বছর আগের বসবাসকারীদের বাসস্থান ছিল এই ঢিবিটি। জমির মালিক খেদাপাড়া গ্রামের বিপুল কুমার বিশ্বাস জানান, ৫৭ শতক জমির উপর এ ঢিবিটি সম্পর্কে তার ঠাকুর দাদারাও কিছু বলতে পারেননি। ঢিবিটির উপর বড় বড় গাছ জন্মানোসহ জঙ্গলে ভর্তি ছিল। সাংবাদিকদের লেখালেখির পর প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এটি খনন কাজ শুরু করে ২০২৪ সাল থেকে। মাঝখানে কিছুদিন বন্ধ রাখা হলেও গত ১০ডিসেম্বর থেকে আবার খনন কাজ শুরু করে এ বিভাগের লোকজন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)