জাকির হোসেন, কুয়াদা : যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন বিএনপির কাউন্সিল-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোজগাতী ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আব্দুস সাত্তার দফাদার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী মীর রফিকুল ইসলাম ৩৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত। প্রতিদ্ব›দ্বী কবির হোসেন ৫২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর-রশিদ ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বদ্বী আব্দুল লতিফ ৪২ ভোট পেয়েছেন। নির্বাচতে ১৩টি ভোট বাতিল হয়। নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুস সালাম আজাদ। ভোট গ্রহণ চলাকালীন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।