Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মধুমেলায় জুয়া, অশ্লীল নৃত্য, ছিনতাই ও মাদকদ্রব্য বিক্রি না করার হুঁশিয়ারী

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:৫৮:৩৭ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলা উপলক্ষে শনিবার দুপুরে সাগরদাঁড়ি এম এম ইন্সটিটিউটে হলরুমে এক বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অনুষ্ঠিত হয়েছে। মেলায় কোনো জুয়া খেলা, অশ্লীল নৃত্য, ছিনতাই ও মাদকদ্রব্য বিক্রির বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেয়া হয়।
কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজিবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রুহুল আমিন, বিজিবি এর যশোর জেলার প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, র‌্যাব প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ আনসার ও ব্যাটালিয়নের কমান্ডারের যশোর জেলার প্রতিনিধি মোঃ আল আমিন, বাংলাদেশ সেনা বাহিনীর কেশবপুর থানা ক্যাম্প কমান্ডার মেহেদী হাসান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনয়ারুল ইসলাম, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক রাশেদ হসেন, কেশবপুর উপজেলার সমন্বয়ক প্রধান মোঃ সম্রাট হোসেন , বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর পৌর আমীর মোঃ জাকির হসেন, জামায়াতের ইসলামি সাগরদাঁড়ি ইউনিয়ন সেক্রেটারি এম এম হাফিজুর রহমান, বিএনপির ইউনিয়ন সভাপতি ও মধুমেলার ইজারাদার মোঃ আকরাম খান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলা উদযাপন করা হবে সেটা গত কয়েক বারের থেকে ব্যতিক্রম এবং মধু মেলায় আগত বিভিন্ন অঞ্চল থেকে মধু প্রেমিকদের সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আরো বলেন, মেলা উপলক্ষে কোনো জুয়া খেলা, অশ্লীল নৃত্য, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রির বিষয়ে প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবে, যশোর জেলা এবার মোবাইল কোডের মাধ্যমে মধু মেলার মাঠ পরিচলনা করবেন। জরুরি হটলাইনের ব্যবস্থা থাকবে, যশোর জেলা এবং কেশবপুর উপজেলার সকল প্রশাসনের মোবাইল নাম্বার উন্মুক্ত করে দেয়া হবে। কোনো প্রকার অনিয়ম চোখে পড়লেই যে কেউ জানাতে পারবে। মধু মেলা-২০২৫ এর সার্বিক ভাবে বাস্তবায়ন করার লক্ষে সবার সহযোগিতার কামনা করেন। উল্লেখ আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে মধুমেলা অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)