Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর শহরে প্রশাসনের মহড়া

এখন সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, ০৪:১৫:৩৪ এম

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর শহরে মহড়া দিয়েছেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে ওই মহড়া হয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রায় ২০টি গাড়ি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ, র‌্যাব, সেনা সদস্যরা ওই মহড়ায় অংশ নেয়। এ সময় বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মহড়াটি শুরু হয়, সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে গাড়ির বহরটি কাঁঠালতলা সেখান থেকে উপশহর, সেখান থেকে মনিহারে গিয়ে কিছু সময় অবস্থান নেয়। তারপর গাড়িবহরটি মুড়লী মোড় ঘুরে চাঁচড়া চেক পোস্টে গিয়ে যানবহন তল্লাশি করে। এ সময় তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। মহড়ার আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হবে। সোমবার থেকে শুরু হয় জেলা পর্যায়ে। এর আগে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। এই মহড়া বা অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানিয়েছেন। মহড়ায় তিনি ছাড়াও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, পরিদর্শক (অপারেশনস) মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)