নিজস্ব প্রতিবেদক: তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৫ সালের ন্যাশনাল ডিরেক্টর নির্বাচিত হয়েছেন শেখ মাহমুদুল হাসান। তিনি জেসিআই যশোর এর ২০২৪ সালে সভাপতি ছিলেন।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া, সাবেক সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন এবং প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মসুদ মান্নান।