Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াভ স্কোয়াড নির্বাচন সম্পন্ন

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:১২:০৩ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে তারুণ্যের নেতৃত্ব বাছাইয়ে দিনব্যাপী উচ্ছ্বাস ও আনন্দে অনুষ্ঠিত হয়েছে ইয়াভ স্কোয়াড নির্বাচন -২০২৫। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত এ নির্বাচন কার্যক্রম চলে ইয়াভ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে। নির্বাচনে যুব প্রধান (পুরুষ) হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছেন তাসজিদ হাসান আদর্শ এবং যুব প্রধান (নারী) হিসেবে যৌথভাবে জয়লাভ করেছেন জান্নাতুল ফেরদৌস ও সাদিয়া সিদ্দিকী মৌ। উভয়েই ৪২.৯% ভোট পেয়েছেন এবং তাসজিদ হাসান আদর্শ পেয়েছেন ৬৫.৭% ভোট। পরাজিত প্রার্থী শাহরিয়ার ইসলাম উৎসব ও প্রান্ত বিশ্বাস যথাক্রমে ২২.৯% ও ১১.৪% ভোট পেয়ে সহ যুব প্রধান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১৪.৩% ভোট পেয়ে সহ যুব প্রধান নির্বাচিত হয়েছেন উর্মী জাহান। ইয়াভ ফাউন্ডেশন এর ১৮০ জন সদস্যের মধ্যে ৭৪ জন অংশগ্রহণ করেন এই ভোট যুদ্ধে। উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে পেরে ফাউন্ডেশনটির সকল সদস্য আপ্লুত ও আনন্দিত । সেই সাথে ফাউন্ডেশন এর সমৃদ্ধ আগামী কামনা ও যোগ্য নেতৃত্ব বাছাই করতে সফলভাবে আনন্দঘন পরিবেশে নির্বাচন সফল হয়েছে বলে এ সকল তথ্য নিশ্চিত করেছেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)