ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বাস উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জন। রোববার সকাল সোয়া ১০ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ চুকনগর বটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (খুলনা মেট্রো-জ ১১-০০৭৬) বাস চুকনগর বটতলা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে যায়। এসময় বাস চালক মফিজুল ইসলাম(২৬)সহ অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক চালক মফিজুলকে মৃত ঘোষণা করেন। নিহত চালক সাতক্ষীরা সদর থানার মধুমোল্লা ডাংগী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। একটি ভ্যানকে ওভারটেকিং করার সময় ভ্যানকে ধাক্কা দিয়ে চালক বাস থেকে লাফিয়ে পড়ে। ওই সময় নিয়ন্ত্রণহীন বাসটি রাস্তার খাদে উল্টে যায়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।