Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গ্রামবাসীর উদ্যোগে নির্মিত ডুমুরিয়ায় ঘোষড়া পল্লী সড়কের উদ্বোধন

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১০:০৪:১১ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘোষড়া গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় নিজেরাই নির্মাণ করেছেন পল্লী সড়ক। নতুন এই সড়ক নির্মাণে গ্রামবাসীর ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেই স্বপ্নের সড়কের উদ্বোধন করেন ডুমুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

এসময় তিনি বলেছেন, ‘ঘোষড়া গ্রামবাসী দুর্যোগের পরবর্তীতে সুন্দর একটি সড়ক নির্মাণ করেছেন এবং জনগণের চলাচলের উপযোগী হয়েছে। সড়কের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে।’

উদ্বোধর্নীয় সভায় সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী খান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, বিএনপি নেতা হালদার শাহাদাৎ হোসেন, জামায়াত নেতা আব্দুল হালিম, হামিদুর রহমান, বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদ, মহিদুল ইসলাম প্রমুখ। সাবেক মেম্বর মাহাবুর রহমান গাজী জানান, ‘সড়ক নির্মাণ করতে গ্রামবাসীর শ্রম ও আনুষঙ্গিক জিনিসপত্র মিলে ৩০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। তবে রাস্তাটি স্থায়ী রাখার জন্য দ্রুত পাকা পাইলিং প্রয়োজন।’

প্রসঙ্গত, মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া হাফিজিয়া মাদরাসা হতে ঘোষড়া ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নবনির্মিত এই সড়ক নির্মাণে গ্রামবাসী প্রায় ৫ মাস অক্লান্ত পরিশ্রম করেছে। মাটি বালি এবং বাঁশের পাইলিং দিয়ে নির্মাণ করা হয়েছে এ রাস্তা। প্রতিবছর বর্ষা মৌসুমে কেশবপুর এলাকার পানির চাপে প্লাবিত হতো এ অঞ্চল। সড়ক নির্মাণ হওয়াতে মানুষ চলাচলের যেমন সুবিধা হলো, তেমনি বহিরাগত পানির চাপ ঠেকাতে অনেকটা রক্ষাবাঁধ হিসাবেও কাজ করবে এ সড়ক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)