Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সারের কৃত্রিম সংকট তৈরি করলেই ব্যবস্থা : ইউএনও চৌগাছা

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ১১:০৬:০০ পিএম

চৌগাছা প্রতিনিধি : বর্তমান চৌগাছা উপজেলায় সারের কোনো সংকট নেই। পর্যপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সার নিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার উপজেলা সার ও বীজ মনিটারিং কমিটির মাসিক সভায় যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এসব কথা বলেন।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিসিআইসি ডিলার সমিতির সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ।
সভায় সকল ডিলারকে খুচরা বিক্রয় মূল্য সম্বলিত লাল সালু ঝুলিয়ে রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় না করা, উত্তোলনকৃত সার স্ব স্ব ইউনিয়নের গুদামে পৌঁছানোর পর দায়িত্বরত কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করা, সার প্রাপ্তি, মজুদ, বিক্রয় ও অন্যান্য রেজিস্টার হালনাগাদ রাখা, নিজ এলাকার বাইরে সার সরবরাহ না করা, ক্যাশমেমো ছাড়া সার বিক্রয় না করা, প্রতিদিনের রেজিস্ট্রারের হাল নাগাদ তথ্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা, কৃত্রিম সংকট রোধে সচেতন থাকা, ভেজাল সার এবং মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক বিক্রয় বা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করা, প্রতিমাসে বরাদ্দকৃত সার নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)