Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন শামস্-উল-হুদা

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ১০:৫৭:১৮ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট রোববার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল-হুদা ফুটবল একাডেমী। বিকেলে যশোর সদরের হামিদপুর একাডেমী মাঠে অনুষ্ঠিত ফাইনালে শামস্-উল-হুদা ফুটবল একাডেমী ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মাগুরা ফুটবল একাডেমিকে। এর আগে, শনিবার শামস্-উল-হুদা ফুটবল একাডেমী ৫-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে এবং মাগুরা ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে নড়াইল ফুটবল একাডেমিকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছিলো। ফাইনালে স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমী প্রথম গোল পায় ম্যাচের ২৮ মিনিটে। কর্ণার কিক থেকে দারুণ হেডে গোলটি করেন তারেক। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেন বাপ্পি। ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন স্বপন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বাপ্পি। এটি ছিল তার দ্বিতীয় গোল।  বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন মাহিন। ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৬৩ মিনিটে। এ গোলটি করেন আহসান। সপ্তম গোলটি করেন ৬৭ মিনিটে রাব্বি। আর ৭৫ মিনিটে অষ্টম গোলটি করেন আহসান। এটি ছিল তার দ্বিতীয় গোল। যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমী দক্ষিণাঞ্চলের চার একাডেমির অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের  নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, যশোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু, শামস্-উল হুদা ফুটবল একাডেমির পরিচালক (এডমিন) শামস্-উল-বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি , ক্রীড়া সংগঠক  নিবাস হালদার, সোহেল মাসুদ হাসান টিটো, সোহেল আল মামুন নিসাদ, আনিসুজ্জামান পিন্টু, শফিউর রহমান মোহন প্রমুখ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)