নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে চাঁদাবাজি দুর্নীতি দুর করতে হবে, যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। রাজনীতিবিদদের সৎ দক্ষ দেশপ্রেমিক হতে হবে। রোববার বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলুমপুর স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন আমির মাওলানা গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুস সাত্তার, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মইন উদ্দিন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
তিনি আরও বলেন, দেশে যাতে আর কোন ফ্যাসিবাদের জন্ম না হয় তার জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।