ক্রীড়া প্রতিবেদক: তিনটি স্পট জাম্প দিয়েই ৮০ মিটার স্পীড ও হার্ডল রান। রান শেষ করেই মই দিয়ে ওঠা নামা সাথে সাথে জিগ জাগ্ দৌড়। এর সাথে লো-বেঞ্চ আন্ডার পাস ও হাই বেঞ্চ পার, রোপ ওয়ে পার শেষ করে পানি পথ পার। এমন সব খেলার সমন্বয় হচ্ছে পেন্টাথলন। মঙ্গলবার প্রথমবারের মতো যশোরে অনুষ্ঠিত হলো মিনি পেন্টাথলন। যশোর সরকারি এমএম কলেজের আসাদ হলের সামনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালক বিভাগের দুই মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে কুষ্টিয়া মিরপুরের রমজান আহমেদ প্রথম হয়েছেন। ২ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে সেতারা মেমোরিয়াল সুইমিং ক্লাবের সাবিত হোসেন দ্বিতীয় ও সৃষ্টি সুইমিং ক্লাবের আবির হোসেন নুর দুই মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। বালিকা বিভাগের প্রথম হয়েছেন এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের সুরাইয়া শিকদার ইসা। ইসা সময় নিয়েছেন ৩ মিনিট ২৫ সেকেন্ড। সৃষ্টি সুইমিং ক্লাবের ফারজানা রুমি ৩ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাগরনী চক্র ফাউন্ডেশনের শাম্মী আক্তার ৩ মিনিট ২৬ সেকেন্ড সময় তৃতীয় হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহন করবে। এর আগে সকালে প্রধান অতিথি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর ও সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। নুরুল আরিফিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার এএফএম মঈনউদ্দিন রোম, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উইনার্স ফোরাম যশোরের সাধারণ সম্পাদক ইশরাত শাহেদ টিপ, অংকুর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, হামিকুল ইসলাম ও সুমাইয়া শিকদার ইলা। আজ মঙ্গলবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির নিচ থেকে ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন, এমএম কলেজ, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও অংকুর প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর ডলফিন সুইমিং ক্লাব, যশোর ট্রায়াথলন ক্লাব ও উইনাস ফোরাম যৌথ ভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।