Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে জামায়াতের মহিলা কর্মীদের লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৬:০৯:৫২ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর   : মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের নিয়ে নারী দিবস ও কোরআন হাদিস নিয়ে আলোচনা করার সময় ১০/১২ জন বিএনপিকর্মী তাদের উপর হামলা চালানো হয়েছে। এ সময় জামায়াতের বেশ কয়েকজন নারী সদস্য আহত হয়। এ ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়াা ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে। এ ঘটনায় জামায়াতের রোকন ও ওয়ার্ড সভাপতি হাসিনা খাতুন বাদি হয়ে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।

হামলা ও লাঞ্ছিতের প্রতিবাদে রোববার দুপুরে মহেশপুর ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নারী নেত্রী হাসিনা খাতুন ও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, পৌর আমির লুৎফর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হাসিনা খাতুন জানান, রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাশঁবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিলাম। এসময় ওই এলাকার আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের কি অপরাধ জিজ্ঞেস করতেই খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমার সাথে থাকা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া তারা আমাকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বামকানে দুইটি চড় মারে। এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শ্লীতাহানি ঘটায় এবং আমার মাথা আলগা করে রাস্তার উপর দাড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর আমাদের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। হামলাকারীরা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী বলেও উল্লেখ করেন হাসিনা খাতুন। 

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, আমরা একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)