নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুর উপজেলা ছাত্র দলের উদ্যোগে শনিবার দুপুরে মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে ৮ কলেজের ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দীন সম্রাট, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমীরুজ্জামান শমীর, সাধারণ সম্পাদক মসফিকুর রহমান মানিক, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,
সাংগঠনিক সম্পাদক সাহেদ আহাম্মেদ, যুগ্ম সম্পাদক মাহামুদ মিলু,মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের আহবায়ক রাশিদুল ইসলাম প্রমুখ।
পরে মহেশপুর বীরশ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, আলফাতুননেছা কলেজ, শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ, যাদবপুর কলেজ, সাইফুল ইসলাম কলেজ কাঠগড়া ও সামছুল হুদা খান কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কলেজের ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।